November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 12th, 2023, 7:47 pm

ইতিহাস গড়লেন জোকোভিচ

অনলাইন ডেস্ক :

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের তৃতীয় সেটে তখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সমতা ৪-৪। নোভাক জোকোভিচ ও ক্যাসপার রুড জিতেছেন নিজেদের সার্ভ করা চারটি সেটই। এরপর হঠাৎ ডান হাতটা ওপরে তুলে কিছু একটা বোঝাতে চাইলেন নোভাক জোকোভিচ। ম্যাচটা চতুর্থ বা পঞ্চম সেটে গেলে ৩৬ বছর বয়সী কারো জন্য ফিরে আসা কঠিন। সেটা বুঝতে পেরেই যেন সবটুকু নিংড়ে দেওয়ার পণ করেছিলেন জোকোভিচ। তাই পরের দুটো সেটে কোনো গেমই জিততে দেননি রুডকে। ইতিহাসটা হলো তাতেই। প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে নোভাক জোকোভিচ জিতলেন ২৩তম গ্র্যান্ড স্লাম। ক্যাসপার রুডকে ৭-৬, ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে জিতে নিলেন এবারের ফ্রেঞ্চ ওপেনের শিরোপা।

ক্যারিয়ারের শুরুতে তিনি কখনোই ভাবেননি একদিন জিতবেন ২৩টি গ্র্যান্ড স্লাম। কীর্তিটা গড়ে তাই গর্বিত জোকোভিচ, ‘এটা বিশেষ কিছু। অসাধারণ অর্জন। আমি খুশি। আমি গর্বিত। দর্শকরা যেভাবে সমর্থন জুগিয়ে গেছে, এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি।’ পুরস্কার নিতে এসেছিলেন জ্যাকেটে ২৩ লেখা লোগো পরে। রাফায়েল নাদাল না থাকায় এবার অন্যতম ফেভারিটই ছিলেন তিনি। তবে সেই নাদালের জন্যই প্যারিসে জেতা তিনটি গ্র্যান্ড স্লামকে সবচেয়ে কঠিন বললেন তিনি, ‘এই কোর্টটা ভীষণ কঠিন। আমার জেতা সবচেয়ে কঠিন শিরোপাই এটা। কোর্ট তো আছেই, কোর্টের বাইরের কারণগুলোর জন্যও মনে হয়েছে এমনটা। আমার স্ত্রী, সন্তান, কোচিং স্টাফ-সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য।’