অনলাইন ডেস্ক :
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা জোয়াও ফেলিক্সকে মৌসুমের শেষের গুরুত্বপূর্ণ সময়ে হারাল আতলেতিকো মাদ্রিদ। হ্যামস্ট্রিং চোটে পড়ে মৌসুমের বাকি অংশের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই ফরোয়ার্ড। লা লিগায় গত শনিবার এস্পানিওলের বিপক্ষে আতলেতিকোর ২-১ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন ফেলিক্স। বিরতির সময় তুলে নেওয়া হয় তাকে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ গোল করেছেন ফেলিক্স। এর মধ্যে পাঁচটি করেছেন সবশেষ ছয় লিগ ম্যাচে। চোটে পড়ার আগে টানা ১৯ ম্যাচ খেলেছিলেন তিনি। আতলেতিকোর হয়ে যা তার রেকর্ড। কিন্তু সেটা আর সামনে এগোলো না। সোমবার ইন্সটাগ্রামে নিজেই জানান চোটের কথা। লিগে ৩২ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা আতলেতিকো তাদের পরবর্তী ম্যাচে আজ বুধবার খেলবে গ্রানাদার বিপক্ষে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা