November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 27th, 2021, 12:24 pm

ইনজুরিতে বিশ্বকাপ শেষ সাইফুদ্দিনের, স্থলাভিষিক্ত হলেন রুবেল

ফাইল ছবি

পিঠের চোটের কারণে বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন। তার জায়গায় স্ট্যান্ডবাই হিসেবে দলের সাথে থাকা রুবেল হোসেনকে স্থলাভিষিক্ত করা হয়েছে।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, রুবেলকে সাইফউদ্দিনের বদলি হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবেদন মঞ্জুর করেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি।

সাইফুদ্দিনের ক্রিকেটে ফিরতে ঠিক কতদিন লাগবে তা স্পষ্ট নয়। শিগগিরই তার দেশে ফেরার কথা রয়েছে।

চলতি বিশ্বকাপে সাইফুদ্দিন চারটি ম্যাচ খেলেছেন। ২৪ রানের পাশাপাশি পাঁচ উইকেট শিকার করেছেন।

এদিকে টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার আবুধাবিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

শেষ ম্যাচের একাদশ থেকে আজকে অন্তত একটি পরিবর্তন আনতে হবে বাংলাদেশকে।

টাইগাররা তাদের প্রথম সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করার পরও হেরেছে। ফলে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে নিজেদের সেরা ক্রিকেট খেলার দিকে তাকিয়ে আছে টাইগাররা।

বাংলাদেশ ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে এগিয়ে গেলেও স্কটল্যান্ডের কাছে পরাজয় বরণ করতে হয়েছে। টাইগারদের তাদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে সুপার টুয়েলভে অন্তত তিনটি ম্যাচ জিততে হবে।

—ইউএনবি