April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 18th, 2022, 7:31 pm

ইনজুরি নিয়ে চিন্তিত বিসিবি

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন চোটে জর্জর। জিম্বাবুয়ে সফরে চোট পেয়ে ছিটকে গেছেন ইনফর্ম ওপেনার লিটন কুমার দাস। একই সফরে চোট পান নুরুল হাসান সোহানও। তাদের মাঠে ফিরতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। সম্ভবত দুজনেই এশিয়া কাপ মিস করবেন। এ ছাড়া দীর্ঘ ইনজুরি থেকে সদ্য সেরে উঠেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। পিঠের ইনজুরিতে ভূগছেন ইয়াসির আলী রাব্বি। এভাবে প্রতিটি সিরিজে ক্রিকেটাররা ইনজুরিতে আক্রান্ত হওয়ায় বেশ চিন্তিত বিসিবি। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলায় এসে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘যে পরিমাণ খেলা এখন একটানা, এফটিপি তো দেখেছেন? সেখানে নিশ্বাস ফেলারই সময় নাই। সেই জায়গায় যে ছেলেগুলার উন্নতির দরকার আছে সেই উন্নতি ঘটাবে কে? এই উন্নতির কাজটা করতে হবে। এটা নিয়ে আমরা একটা পরিকল্পনা করছি। এ ছাড়া এত যে ইনজুরি হচ্ছে, আসলে এত ইনজুরি হচ্ছে কেন? প্রতিটি সিরিজে আমাদের খেলোয়াড়েরা ইনজুরড হয়ে যাচ্ছে। এদের জন্য কী করা যায় যাতে তারা তাড়াতাড়ি ইমপ্রুভ (সেরে ওঠা) করতে পারে। ‘ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে ক্রিকেটাররা যে সময় নিচ্ছেন, সে বিষয়ে কটাক্ষ কে পাপন বলেন, ‘এখন যেটা হচ্ছে, কেউ ইনজুরিতে পড়লেই দেড়-দুই-তিন মাস ধরে বাইরে চলে যায়। দেড়-দুই-তিন মাস বাইরে থাকলে তো এমনিতেই ভালো হয়ে যাওয়ার কথা। কেউ যদি একটা ব্যথা পায়, দেড়-দুই-তিন মাস যদি বিশ্রামে পাঠিয়ে দেই তাহলে এমনিতেই ভালো হয়ে যাবে। আসলে নিয়মতান্ত্রিকভাবে কাজটা হচ্ছে কিনা সেটা নিয়ে দীর্ঘ আলোচনা করেছি গত ১০-১৫ দিন ধরে। এর ফলশ্রুতিতে যখন শুনলাম ওরা (ক্রিকেটাররা) অনুশীলন করছে, তখন ভাবলাম আসি। দেখে যাই। ‘