অনলাইন ডেস্ক :
জুনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের বাছাই পর্ব। সেখানে গ্রুপ ‘ই’তে স্বাগতিক মালয়েশিয়া, বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাছাই পর্বের আগে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে জামাল ভুঁইয়াদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়ায়। ১ মে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে এক ভিডিও বার্তায় প্রীতি ম্যাচের প্রতিপক্ষের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। ১৬ মে থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। কয়েক দিন সারাহ রিসোর্টে ক্যাম্প হওয়ার পর বাকি কয়েক দিন হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। ২৭ মে ইন্দোনেশিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ শেষ করে মালয়েশিয়া যাবে হাভিয়ের কাবরেরার দল। সর্বশেষ মার্চের ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটিতেও পায়নি জয়ের দেখা। মালেতে স্বাগতিক মালদ্বীপের কাছে হেরেছে ২-০ গোলে এবং ঘরের মাঠ সিলেটে মঙ্গোলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেন জামাল ভুঁইয়ারা। এর ফলে ফিফা র্যাংকিংয়ে দুই ধাপ নিচে নেমে ১৮৮তম অবস্থানে বাংলাদেশ।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা