November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 12th, 2022, 7:51 pm

ইন্দোনেশিয়ায় দলগত শুটিংয়ে বাংলাদেশের রুপা

অনলাইন ডেস্ক :

১০ মিটার এয়ার রাইফেলের পুরুষ দলগত বিভাগের বাছাই হলো দুই ধাপে। দুবারই সিঙ্গাপুরকে পেছনে ফেলল বাংলাদেশ। কিন্তু সোনা জয়ের লড়াইয়ে শোভন চৌধুরী, রাব্বী হাসান মুন্না ও মোহাম্মদ আলিরা পারলেন না নিজেদের মেলে ধরতে। বাংলাদেশের মুঠো গলে বেরিয়ে গেল সোনার পদক। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শনিবার সোনার পদক নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১৬-১৪ ব্যবধানে হারে বাংলাদেশ। এ ইভেন্টের ব্রোঞ্জ পেয়েছে থাইল্যান্ড।
দলগত বিভাগে বাছাইয়ের প্রথম ধাপে বাংলাদেশ ৯৩০ স্কোর গড়ে শীর্ষে ছিল। দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গাপুর করে ৯২৯.৭ স্কোর। দ্বিতীয় ধাপেও আধিপত্য ধরে রাখে শোভন-রাব্বী-আলিকে নিয়ে গড়া দল। ৬২২.৮ স্কোর তুলে দ্বিতীয় স্থানে রাখে সিঙ্গাপুরকে (৬২১)। কিন্তু সেরা হওয়ার লড়াইয়ে বাজিমাত করে সিঙ্গাপুরই। শোভন ও রাব্বী অবশ্য ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ইভেন্টের হতাশা কাটানোর উপলক্ষ পেলেন। ব্যক্তিগত পর্যায়ে দুজনেই সেমি-ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন। শনিবার মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগেও পদক পেয়েছে বাংলাদেশ। নাফিসা তাবাস্সুম, সৈয়দা আতকিয়া হাসান দিশা ও সাজিদা হককে নিয়ে গড়া দলটি জিতেছে ব্রোঞ্জ। ইন্দোনেশিয়ার এই প্রতিযোগিতায় এই প্রথম রুপা পেল বাংলাদেশও। এর আগে ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে নাফিসা তাবাস্সুম ও মোহাম্মদ আলি ব্রোঞ্জ জিতেছিলেন। আসরে বাংলাদেশ প্রথম পদক পায় নাফিসার হাত ধরে। ব্যক্তিগত ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেন তিনি।