April 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 3rd, 2022, 7:55 pm

ইন্দোনেশিয়ায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক :

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মালাং অঞ্চলে লিগের ম্যাচ শেষে দাঙ্গায় জড়িয়ে পড়ে সমর্থক ও নিরাপত্তা বাহিনীরা। বিবিসির সূত্র মতে, এই ঘটনায় পদদলিত হয়ে নিহত হয়েছেন ১২৫ জন। এছাড়াও আহত হয়েছেন প্রায় ৩০০ জনের অধিক। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে অর্থ প্রদানের ঘোষণা দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। গত শনিবার রাতে আরেমা এফসির বিপক্ষে ম্যাচটি ৩-২ গোলে জেতে পারসেবায়া। দুই দশকের বেশি সময় পর পারসেবায়ার কাছে হারায় আরেমার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে মাঠে ঢুকে পড়ে। এরপরেই সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করার পর ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সোমবার এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার চিফ সিকিউরিটি মিনিস্টার মোহাম্মদ মাহমুদ বলেছেন,’সমবেদনা হিসেবে প্রেসিডেন্ট নিহত প্রতিজনকে ইন্দোনেশিয়া মুদ্রায় ৫০ মিলিয়ন রুপিয়া (৩ হাজার ২০০ ডলার) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন। যা আগামী দুই একদিনের মধ্যে হস্তান্তর করা হবে। ‘ এএফপি