প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে কমিশন এখনও পুরোপুরি আত্মবিশ্বাসী নয়।
তিনি বলেন, ‘আমরা পাঁচটি বৈঠকে বসেছি, কিন্তু আমরা ইভিএম নিয়ে পুরোপুরি আস্থাশীল হতে পারিনি। এ বিষয়ে পর্যালোচনা করতে আরও বৈঠক হবে। আমরা ইভিএম নিয়ে সবার আস্থা অর্জন করতে চাই।’
মঙ্গলবার আগারগাঁওস্থ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন।
সিইসি দাবি করে বলেন, ইভিএমে কোনো ত্রুটি ধরা পড়লে এক কোটি ডলারের ‘অদ্ভুত’ পুরস্কারের ঘোষণা তিনি দেননি।
তিনি বলেন, ‘মাত্র পাঁচ-সাত দিন আগে, আমরা চিঠির মাধ্যমে সবাইকে জানিয়েছিলাম যে আমরা ইভিএম নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। আমরা কোনো চাপের কাছে মাথা নত করছি না।
গণমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি মাদারীপুরে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, কেউ ইভিএমে ত্রুটি ধরলে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছেন সিইসি।
এ বিষয়ে হাবিবুল বলেন, এটা কমিশনের বক্তব্য নয়। নির্বাচন কমিশনারদের তাদের বক্তব্যের ব্যাপারে সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।
আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে সিইসি বলেন, নির্বাচনকে প্রহসনে পরিণত করার কোনো ইচ্ছা আমাদের নেই। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সুস্থ ধারা অব্যাহত রাখতে হবে।
—ইউএনবি
আরও পড়ুন
এলডিসি গ্রাজুয়েশনে বাংলাদেশের সুষ্ঠু উত্তরণে পূর্ণ সহায়তার আশ্বাস জাতিসংঘের
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে ইউনূস-আইসিসির আলোচনা
দেশ সংস্কারে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র