অনলাইন ডেস্ক :
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুর্নীতির দায়ে ৩ বছরের কারাদণ্ড মঙ্গলবার স্থগিত করেছেন দেশটির আপিল আদালত। বিষয়টি জানিয়েছেন তার আইনজীবী।
ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানকে জামিন দিয়েছেন। তবে তিনি এখন মুক্তি পাবেন কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। কারণ, তিনি আরও অনেক অভিযোগের মুখোমুখি রয়েছেন।
ইমরান খানের আইনজীবী শোয়েব শাহীন বলেন, ইসলামাবাদ হাইকোর্ট একটি সংক্ষিপ্ত মৌখিক আদেশ জারি করেছেন এবং পরে একটি লিখিত রায় জারি করা হবে। ক্ষমতায় থাকার সময় রাষ্ট্রীয় উপহার বিক্রির পর সম্পদ গোপনের দায়ে ইমরান খানকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের কারাদণ্ড দিয়েছিলেন অন্য একটি আদালত।
গত বছর সংসদে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২