November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 8th, 2021, 10:06 pm

ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী আর নেই

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী আর নেই। গতকাল রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (৮ আগষ্ট) বাদ আসর রাজধানীর গুলশানে আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

ড. নাজমা জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

ড. নাজমা জামানের বাবা সি আই জামান ছিলেন সাবেক প্রধান প্রকৌশলী এবং পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের আত্মীয়।

অধ্যাপক নাজমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

দেশের নারীশিক্ষা ও নারী অধিকার আদায়ের আন্দোলনে বিশেষ অবদান রাখা নাজমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০০৭ সালে নাজমা চৌধুরীকে ‘রোকেয়া চেয়ার’ সম্মাননায় ভূষিত করে। তিনি ২০০৮ সালে একুশে পদকে ভূষিত হন।