অনলাইন ডেস্ক :
সিরিয়া সফররত ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানি প্রতিবেশী সিরিয়া ও তার দেশের মধ্যকার যৌথ চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য বাগদাদ এবং দামেস্কের মধ্যে সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তা ও স্থিতিশীলতা দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যা এইসব মোকাবেলার ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করছে। গত রোববার সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইরাকের প্রধানমন্ত্রী। যৌথ সংবাদ সম্মেলনের আগে ইরাকের প্রধানমন্ত্রী এবং সিরিয়ার প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন এবং সেখানে অভিন্ন সীমান্ত ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানি বলেন, ইরাক এবং সিরিয়া এক সূত্রে গাথা এবং দু’দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে দুই দেশ চড়াই উতরাই পার করছে। এজন্য সিরিয়া এবং ইরাকের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা অপরিহার্য। ইরাকি প্রধানমন্ত্রী বলেন, স্থিতিশীলতা ও নিরাপত্তা হচ্ছে আঞ্চলিক ভালো অর্থনৈতিক পরিবেশ সৃষ্টির চাবিকাঠি। সূত্র : পার্সটুডে
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু