April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 30th, 2021, 9:21 pm

ইরানের ড্রোন কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক :

ইরানের ড্রোন কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের রাজস্ব-বিভাগ।ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে আলোচনা পুনরায় শুরু হওয়ার আগে তেহরানের ওপর জোরালো চাপ সৃষ্টি করতে গত শুক্রবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।মার্কিন রাজস্ব-বিভাগ জানায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রাণঘাতী অজ্ঞাতনামাবিমান যান (ইউএভি) মার্কিন বাহিনী ও উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক শিপিং লক্ষ্য করে হামলার কাজে ব্যবহার করা হয়ে থাকে। তারা জানায়, এসব ড্রোন হিজবুল্লাহ, হামাস ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সরবরাহ করা হয়ে থাকে। আবার ইথিওপিয়ায় এ ড্রোন দেখা যায়। সেখানে সীমান্ত অঞ্চল অস্থিতিশীল করার ক্ষেত্রে ইরানের তৈরি এ ড্রোন হুমকি হয়ে দাঁড়িয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ডের ইউভিএ কমান্ডের নেতৃত্বে ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আগাজানিকেও যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন রাজস্ব-বিভাগ জানায়, সৌদি আরবের একটি তেল শোধনাগারে চালানো ২০১৯ সালের ড্রোন হামলার পাশাপাশি ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে ২০২১ সালের ২৯ জুলাইয়ে চালানো হামলায় আগাজানির হাত রয়েছে। এ ড্রোন হামলায় দুই ক্রু নিহত হন। এদিকে এ নিষেধাজ্ঞার কালো তালিকায় কিমিয়া পার্ট সিভান ও ওজে পাভেজ মাদো নাভার নামের দুই কোম্পানি রয়েছে। তারা বিপ্লবী গার্ডের আর্মড ইউএভি তৈরি করতে সহযোগিতা করে এবং সরঞ্জামাদির যোগান দিয়ে থাকে।