March 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 27th, 2023, 8:50 pm

ইরানে আজরাবাইজান দূতাবাসে হামলা

অনলাইন ডেস্ক :

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত আজরাবাইজান দূতাবাসের বাইরে একটি নিরাপত্তা চৌকিতে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৭ জানুয়ারী) সকালে এই হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার। আজরাবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, হামলা প্রতিহত করতে গিয়ে দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আজারবাইজানের আইন প্রয়োগকারী এক কর্মকর্তা নিহত এবং একজন আহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, হামলাকারী নিরাপত্তা বেষ্টনী ভেদ করে একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল দিয়ে নিরাপত্তা প্রধানকে হত্যা করে। তেহরানের পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত থাকা সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনার পেছনে উদ্দেশ্য কী তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ প্রধানের বরাতে ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের খবরে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তি দুটি ছোট বাচ্চা নিয়ে দূতাবাসে প্রবেশ করেছিল।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দূতাবাস ভবনের ভেতরে একটি দরজার ভাঙা কাঁচ ও ক্ষতিগ্রস্ত কিছু আসবাবপত্র দেখা গেছে। ব্যবসা ও চাকরিসূত্রে ইরানে কয়েক লাখ আজরাবাইজানের নাগরিক বসবাস করে।