অনলাইন ডেস্ক :
ইরানের সিরাজ শহরে শিয়া সম্প্রদায়ের একটি মাজারে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বুধবারের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে এবং আরো ৪০ জন আহত হয়েছে। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। সে ক্ষেত্রে মৃতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।আল আরাবিয়্যাহ জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, হামলার জবাব দেওয়া হবে। ইরানের সরকারি সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, গত বুধবার রাতে সিরাজ শহরে একটি মাজারে হামলা চালায় বন্দুকধারীরা। শিয়া সম্প্রদায়ের শাহ চেরাগ মাজারে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে তিন বন্দুকধারী। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই হামলাকারীকে আটক করেছে নিরাপত্তারক্ষীরা। অন্যজন পালিয়ে গেছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, আমরা প্রার্থনার জন্য প্রস্তুত হচ্ছিলাম; তখনই গুলির শব্দ শুনতে পাই। আমি পালানোর চেষ্টা করি। তখন দেখতে পাই কয়েকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। শিয়াদের মাজারে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এ ধরনের বর্বর হামলার উচিত জবাব দেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, দেশ ভাগ করার ষড়যন্ত্রে বিফল হয়ে ইরানের শত্রুরা এবার হিংসা ছড়াচ্ছে। এই বর্বরোচিত কাজের সমোচিত জবাব দেওয়া হবে। যারা এই হামলা চলিয়েছে, তাদের উচিত সাজা দেবে ইরানের নিরাপত্তা বাহিনী। সূত্র : আল আরাবিয়্যাহ।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু