অনলাইন ডেস্ক :
ইরানের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, রাজধানী তেহরান থেকে ৪শ’ ৪০ কিলোমিটার দূরের ইসফাহান শহরে প্রতিরক্ষা বিভাগের আওতায় থাকা একটি ভবনে ওই হামলা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হামলা চালাতে আসা একটি ড্রোনকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাল্টা আঘাত করা হয়েছে, অপর ২টি ড্রোন ইরানি প্রতিরক্ষা বাহিনীর বেষ্টনীতে বিস্ফোরিত হয়েছে। ভাগ্যক্রমে আক্রমণটি ব্যর্থ হয়েহে এবং কোনো রকম প্রাণহানি ঘটেনি। তবে ওয়ার্কশপের ছাদের সামান্য ক্ষতি হয়েছে। ড্রোন হামলাকে ব্যর্থ বলে উল্লেখ করে তেহরান বলেছে, ভবনের নিরাপত্তাব্যবস্থা দু’টি ড্রোনকে সফলভাবে ধ্বংস করেছে। তবে অপর আরেকটি ড্রোন থেকে হামলায় ভবনটির ছাঁদ ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখ্য, ইরান ও ইসরায়েল এই দুটি দেশের মধ্যে দীর্ঘদিন ধরে শীতল যুদ্ধের আভাশ পাওয়া যায়, যার ফলে ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনায় কয়েকটি গোপন হামলার ঘটনা ঘটেছে। তবে এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে দোষারোপ করেনি ইরান।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু