November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 30th, 2023, 8:26 pm

ইরানে ২৬ দিনে ৫৫ মৃত্যুদন্ড কার্যকর

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক :

নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘আইএইচআর’ জানিয়েছে, ২০২৩ সালের প্রথম ২৬ দিনে ৫৫ মৃত্যুদন্ড কার্যকর করেছে ইরান সরকার। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় আরব নিউজ। আইএইচআরের দাবি, হিজাব বিতর্ক ঘিরে বিক্ষোভকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এই পদক্ষেপ নিয়েছে ইরান প্রশাসন। তবে মৃত্যুদন্ড কার্যকর হওয়া ৫৫ জনই হিজাব বিতর্কে অংশ নেননি। এছাড়া হিজাব প্রসঙ্গে সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে বর্তমানে ১০৭ জনের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় দেওয়া হয়েছে। আরেক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, হিজাব বিক্ষোভে অংশ নেওয়ার কারণে এ মাসে এ পর্যন্ত চার জনকে মৃত্যুদন্ড দেওয়া হয়। তাদের মধ্যে কনিষ্ঠতমের বয়স ১৮ বছর। আইএইচআরের ডিরেক্টর মাহমুদ আমিরি মোঘাদ্দাম বলেন, সরকারের পক্ষ থেকে কার্যকর করা মৃত্যুদন্ডগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। মূলত মানুষের মনে ভয় সৃষ্টি করতেই এসব করা হচ্ছে।’