November 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 26th, 2022, 7:48 pm

ইরানে ৪২ বছর পর নারী দর্শক

অনলাইন ডেস্ক :

৪২ বছর পর ইরানের ঘরোয়া ফুটবল দেখতে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পেল দেশটির মেয়েরা। সিএনএন তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার পাঁচ শতাধিক নারীকে তেহরানের আজাদি স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এদিকে বার্তা সংস্থা এএফপি বলছে, ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এই প্রথম ইরানের স্টেডিয়ামে নারী দর্শক দেখা গেল। ‘ক্রীড়া স্টেডিয়ামে নারীদের উপস্থিতির ওপর নিষেধাজ্ঞার কোনো লিখিত আইন নেই ইরানে। তবে ১৯৭৯ সালে দেশটিতে ইসলামি বিপ্লব হওয়ার পরপরই এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর ২০১৯ সালে ফিফার বাধ্যবাধকতার কারণে ইরান ও কম্বোডিয়ার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্টেডিয়ামে কয়েক হাজার নারী দর্শক প্রবেশ করানো হয়েছিল। পরে ফিফা তাদের সেই অবস্থান থেকে সরে আসে। এবার ইরানের শীর্ষ লিগের ম্যাচে এস্তেঘলাল এফসি বনাম সনাত মেস কেরমান এফসির মধ্যকার খেলাটি মাঠে বসে উপভোগের সুযোগ পেলেন মেয়েরা। ইরানিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, একটি বিশেষ প্রবেশদ্বার দিয়ে মেয়েদের মাঠে ঢোকানো হয়। তাদের বসার জন্য গ্যালারিতেও আলাদা ব্যবস্থা ছিল। এই এস্তেঘলাল এফসির সমর্থক সাহার খোদায়ারি একবার স্টেডিয়ামে ঢুকতে না পেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন। তাঁর প্রতি সম্মান দেখিয়ে ‘ব্লু গার্ল’ স্লোগান দেন স্টেডিয়ামে উপস্থিত নারীরা।