April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 26th, 2023, 9:20 pm

ইরান ও সৌদি আরব বাণিজ্য পুনরায় শুরু

অনলাইন ডেস্ক :

পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশ ইরান ও সৌদি আরব দীর্ঘ বিরতির পর দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরায় শুরু করেছে। গত মঙ্গলবার দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় মিডল ইস্ট মনিটর। ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজ বিষয়ক মন্ত্রী রেজা ফাতেমি আমিন রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছেন, সৌদি আরবে ইরানি পণ্য প্রবেশের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এখন দুই পক্ষের মধ্যে সমঝোতার পর তার মন্ত্রণালয় সৌদি আরবে পণ্য রপ্তানির প্রক্রিয়া শুরু করেছে।

চলতি মাসের শুরুতে ইরানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের মুখপাত্র রুহুল্লাহ লতিফি জানান, তেহরান ও রিয়াদের মধ্যে রাজনৈতিক সম্পর্কের উন্নতি দুই দেশের মধ্যে উন্নত অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি স্থাপন করেছে। গত তিন বছরে তার দেশ সৌদি আরব ১৪ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ইস্পাত রপ্তানি করেছে। ইরানের ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের পশ্চিম এশিয়া বিষয়ক পরিচালক ফারজাদ পিল্টন জানান, তেহরান সৌদি আরবের সঙ্গে বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তির দিকে নজর রাখছে।

ইস্পাত, জাফরান, কার্পেট, সিমেন্ট ও শুকনো ফলের দিকে মনোনিবেশ করে এটি আরও দুই বিলিয়ন ডলার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। উল্লেখ্য, গত মাসে তেহরান ও রিয়াদ সাত বছর পর তাদের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে সম্মত হয়। এরপর চলতি মাসের শুরুতে বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়। সেখানে তারা আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক মিশন পুনরায় চালু করতে সম্মত হন। বেইজিংয়ে এই চুক্তি সম্পাদনের কয়েক দিন পর সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান ইরানে সৌদি বিনিয়োগের জন্য “অনেক সুযোগ” উল্লেখ করে জানিয়েছিলেন, তিনি দ্বিপাক্ষিক বাণিজ্যে কোনো বাধা দেখছেন না।