April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 10th, 2022, 8:24 pm

ইরান-বিরোধী পদক্ষেপের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে: কানয়ানি

অনলাইন ডেস্ক :

ইরান বিরোধী যে-কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বিশেষ করে পাশ্চাত্য ও মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে সুবিধা আদায় করতে চায়। এ ধরনের চাপ প্রয়োগের মতো প্রতারণামূলক নয়া পদক্ষেপের বিরুদ্ধে সময়মতো যথাযথ জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেন নাসের কানয়ানি সাফি। সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সোমবার (১০ অক্টোবর) তিনি ইরানের অভ্যন্তরে ঘটে যাওয়া সাম্প্রতিক গোলযোগ এবং ডেনমার্কে ইরানি দূতাবাসে সন্ত্রাসী হামলাসহ বিভিন্ন বিষয়ে ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক শিষ্টাচার বহির্ভুত অবস্থানকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেন। নাসের কানয়ানি বলেন: গণতন্ত্রের দাবিদার যে দেশ অন্যদেরও গণতন্ত্রের সবক দেয় এবং নাগরিকেদের সঙ্গে আচরণের নীতিমালা শেখায় তারাই ইরানি দূতাবাসে সন্ত্রাসী প্রবেশের সুযোগ করে দেয় এমনকি ত্রাস সৃষ্টি করে রাষ্ট্রদূতসহ কর্মকর্তাদেরকেও হুমকি দেয়ার পথ সুগম করে। কানয়ানি বলেন: ইরান বহুবার বলেছে বিক্ষুব্ধ জনতার কথা শুনতে চায় প্রশাসন। ইরান আলাপ-আলোচনায় বিশ্বাসী। কিন্তু জননিরাপত্তা রক্ষাকারী হিসেবে নৈরাজ্য ও গোলযোগের মুখে হাত-পা গুটিয়ে বসে থাকবে না। নিষেধাজ্ঞা বিষয়ক আলোচনা সম্পর্কে তিনি বলেন: একটি স্থিতিশীল চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান এখনও আলোচনার পথেই রয়েছে। তবে ইরানের মৌলিক ও জাতীয় স্বার্থ সুনিশ্চিত করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানের সাম্প্রতিক আলোচনায় প্রসঙ্গটি স্পষ্ট করে বলা হয়েছে: ইরান আলোচনার পথে অটল রয়েছে। ইরাকের কুর্দিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে ইরানের হামলা সম্পর্কে এই কূটনীতিক বলেন: সশস্ত্র সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিতে হামলা জাতিসংঘসহ আন্তর্জাতিক রীতিনীতি মেনেই চালানো হয়েছে। পার্সটুডে