November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 16th, 2021, 7:11 pm

ইলিয়াস কাঞ্চনের নামে ‘কাঞ্চন বাজার’

অনলাইন ডেস্ক :

সিনে পর্দার বাইরেও নায়কোচিত কাজে প্রশংসিত ইলিয়াস কাঞ্চন। সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা নিহত হওয়ার পর প্রায় তিন দশক ধরে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন করে আসছেন এই অভিনেতা। এছাড়াও স্ত্রীর নামে পাবনার পাড় ঘোড়াদহতে একটি উচ্চবিদ্যালয় স্থাপন করেছেন চিত্রনায়ক। বর্তমানে তা কলেজে রূপান্তরেরও চেষ্টা করে যাচ্ছেন তিনি। মজার বিষয় হলো, এটির পাশেই বাজার গড়ে উঠেছে। স্থানীয়রা যার নাম দিয়েছেন ‘কাঞ্চন বাজার’। বিষয়টি নিয়ে আপ্লুত ইলিয়াস কাঞ্চন বললেন, ‘‘এলাকায় পুরনো একটি বাজার ছিল। কিছু কারণে সেটি ভেঙে দেওয়া হয়। এরপর স্থানীয়রা আমাদের স্কুলটির পাশে নতুন বাজার তৈরি করেছেন। তারাই আমার সম্মানে এটির নাম ‘কাঞ্চন বাজার’ দিয়েছেন। কিছুদিন আগে আমি স্কুলে গিয়ে বিষয়টি জানতে পারি। এটা আসলে স্থানীয়দের ভালোবাসা।’’ স্কুল প্রসঙ্গে এই তারকা বলেন, ‘১৯৯৫ সাল থেকে আমাদের স্কুলটি চলছে। চাচ্ছি, এটা যেন কলেজে উন্নীত হয়। জাহানারার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এটি প্রতিষ্ঠা করেছিলাম।’ এই জনপ্রিয় চিত্রনায়ক বর্তমানে ‘নিরাপদ সড়ক চাই’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সড়কে নিরাপত্তা নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে ২২ অক্টোবর (কাঞ্চনের স্ত্রীর মৃত্যুদিন) জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করেছে সরকার। এদিকে, দীর্ঘদিন পর চলচ্চিত্রে কাজ করছেন ইলিয়াস কাঞ্চন। চিত্রনায়িকা রোজিনা পরিচালিত ‘ফিরে দেখা’ নামের সরকারি অনুদানের ছবিতে তাকে দেখা যাবে। তার সহঅভিনেত্রী হিসেবে আছেন রোজিনা নিজেই।