November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 9th, 2023, 9:11 pm

ইসরায়েলে কার ওয়াশ সেন্টারে বন্দুক হামলায় নিহত ৫

অনলাইন ডেস্ক :

ইসরাইলের উত্তরাঞ্চলে একটি কার ওয়াশ সেন্টারে ফিলিস্তিন বংশোদ্ভুত পাঁচ ইসরাইলিকে গুলি করে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। বিগত কয়েক বছরের মধ্যে এ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এটি সবচেয়ে ভয়াবহ হামলা। খবর এএফপির। খবরে বলা হয়, চলতি বছর এ ধরনের বন্দুক হামলার ঘটনায় নিহত আরব ইসরায়েলিদের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬ জনে। এ হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সম্প্রদায়টির ক্রমবর্ধমান অপরাধমূলক কর্মকা- মোকাবিলায় সহায়তা করবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেথ।

পুলিশ জানায়, নাজারেথের ঠিক পশ্চিমে ইয়াফিয়া নামক একটি আরব গ্রামে এ ভয়াবহ হামলা চালানো হয়। এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। ঘটনাস্থলে পুলিশের মুখপাত্র এলি লেভি রাষ্ট্রীয় টিভি চ্যানেল কানকে বলেন, ‘এক বা একাধিক ব্যক্তি’ ওই কার ওয়াশ সেন্টারে লোকজনের ওপর বেপরোয়া গুলি বর্ষণ করে। ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব ইসরায়েলি। তারা ফিলিস্তিনিদের বংশধর। ১৯৪৮ সালে ইসরায়েল গঠনের পর তারা নিজেদের ভূমিতে থেকে যায়।