অনলাইন ডেস্ক :
ইসরায়েল ও গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের লড়াইয়ে এ পর্যন্ত ১১ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। গত ৭ অক্টোবর থেকে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত হন ২০ জনের বেশি সাংবাদিক। ফিলিস্তিনের সংবাদমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত ‘ফ্রিডম কমিটি’ এ বিষয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। গোষ্ঠীটি বিবৃতিতে জানিয়েছে, লড়াইয়ের শুরু থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাংবাদিকদের স্থানকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। হতাহতের ঘটনা বেশি ঘটেছে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায়।
গোলার আঘাতে সাংবাদিকদের বাড়ি-ঘরও ধ্বংস হচ্ছে। এ পর্যন্ত মিডিয়ার বেশ কয়েকটি অফিসে বোমা ফেলা হয়েছে। নিহত সাংবাদিকদের পরিচয় প্রকাশ করেছে সংবাদমাধ্যমগুলো। ইসরায়েল-হামাসের সংঘাতের উত্তাপ ছড়িয়েছে প্রতিবেশী লেবাননেও। দেশটির সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে থেমে থেমে সংঘর্ষ চলছে ইসরায়েলি বাহিনীর। ইসরায়েল থেকে ছোঁড়া রকেট হামলায় বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিকও নিহত হন। এ ঘটনায় দুঃখপ্রকাশ করে আইডিএফ। সূত্র: টিআরটি
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু