অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে প্রখ্যাত ব্রিটিশ পরিচালক কেনেথ ব্রানা পরিচালিত নতুন ছবি ‘ডেথ অন দ্য নাইল’। আগাথা ক্রিস্টির লেখা বিখ্যাত গোয়েন্দা উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি অবশ্য মুক্তি পায়নি লেবানন ও কুয়েতে। না, মাত্রাতিরিক্ত নগ্নতা বা সহিংসতার জন্য নয়। ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদত ছবিতে অভিনয় করেছেন বলে পুরো ছবিই নিষিদ্ধ করেছে দেশ দুটি! কুয়েতের আল-কাবাস পত্রিকা জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল চাপের কারণেই ছবিটি মুক্তি দেওয়া হয়নি। ২০১৪ সালে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে দুই হাজার ২৫১ জন মারা যায়। তখন গ্যাদত প্রশংসায় ভাসান নিজের দেশ ইসরায়েলের সামরিক বাহিনীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত সেই সময়ে হামাসের বিরুদ্ধে অভিনেত্রীর বক্তব্য ও নিজ দেশের সামরিক বাহিনীর পক্ষে কথিত সাফাই গাওয়ার বিষয়টি সামনে এনে ছবিটি নিষিদ্ধ করার দাবি করা হয়। কুয়েত এমনিতেও অনেক দিন ধরে ফিলিস্তিনের অন্যতম সমর্থক রাষ্ট্র। ২০১৭ সালে মুক্তি পাওয়া সুপার হিরো ছবি ‘ওয়ান্ডার ওম্যান’-এর কল্যাণে ব্যাপক পরিচিতি পান গ্যাদত। সেই ছবিও নিষিদ্ধ করে বেশ কয়েকটি আরব দেশ। সূত্র : ডেইলি মেইল।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ