September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 11th, 2024, 12:57 pm

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে হামলা, গুলিবিদ্ধ ৫

অনলাইন ডেস্ক :

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। কয়েকশো দুর্বৃত্ত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন। এসময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের ওপরে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে ব্যাংকের চার কর্মকর্তা সহ গুলিবিদ্ধ হয়েছেন  ৫ জন। রোববার সকাল সাড়ে ১০টায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ইসলামী ব্যাংক কর্মকর্তারা জানান, দুর্বৃত্তদের গুলিতে ইসলামী ব্যাংকের নিরাপত্তা শাখার শফিউল্লাহ সরদার, কর্মকর্তা মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহসহ ৫ জন আহত হয়েছেন। বিক্ষোভ চলাকালে এস আলমের ভাড়াটে লোকজন এসব করেছেন বলে কর্মকর্তারা দাবি করেন। ইসলামী ব্যাংকে আন্দোলনরত কর্মীরা ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান তারা। এতে দিলকুশা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, তারা জামানতবিহীন, অনিয়ম করে লোন কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় আকস্মিকভাবে এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা প্রায় শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন।

তাদের প্রবেশে বাধা দিলে বহিরাগতরা অস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি করেন। এসময় তিন কর্মকর্তা গুলিবিদ্ধ হন। ৪ কর্মকর্তা আহত হয়েছেন যাদের মধ্যে ৩ জন গুরুতর। পরে উপস্থিত কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।