November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 20th, 2022, 8:01 pm

ইয়র্কশায়ারের প্রধান কোচের দায়িত্ব পেলেন গিবসন

অনলাইন ডেস্ক :

ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের প্রধান কোচের দায়িত্ব পেলেন ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসন। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ তিন বছরের চুক্তিতে ইয়র্কশায়ারের যোগ দেবেন। ফেব্রুয়ারির শেষ দিকে দলের সাথে তার কাজ শুরুর কথা আছে। ইয়র্কশায়ার ক্রিকেটের অন্তবর্তীতকালিন ব্যবস্থাপনা পরিচালক ড্যারেন গফের কাছে রিপোর্ট করবেন গিবসন। দায়িত্বের শুরুতে গিবসন দলের পারফরমেন্স এবং পরিচালনার বিষয়টি দেখভাল করবেন। শীঘ্রই গিবসনের দু’জন সহকারী কোচও নিয়োগ করা হবে। অভিজ্ঞতার ভা-ার নিয়ে ইয়র্কশায়ারে যোগ দিচ্ছেন গিবসন। এর আগে তিনি ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও বাংলাদেশের বোলিং কোচ ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার গিবসন ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে দেশের হয়ে ২টি টেস্ট, ১৫টি ওয়ানডে খেলেছেন। ৫২ বছর বয়সী গিবসনের কাউন্টি ক্রিকেটেও দল পরিচালনার অভিজ্ঞতা আছে। এর আগে লাল এবং সাদা বলে ডারহাম, গ্ল্যামারগন এবং লিসেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০০৭ সালে ডারহামের হয়ে হ্যাম্পশায়ারের বিপক্ষে এক ইনিংসে দশ উইকেট নিয়ে ইতিহাস তৈরি করেছিলেন। ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের দায়িত্বে ছিলেন গিবসন। ইংল্যান্ডের দু’টি অ্যাশেজ জয়েও ভূমিকা ছিলো তার। বিশ্বজুড়ে খেলোয়াড় তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনও করেছেন। দুই বছরের চুক্তিতে ২০২০ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ দলে যোগ দিয়েছিলেন গিবসন। সম্প্রতি তিনি দায়িত্ব ছেড়ে দেন। আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানদের সাথে চুক্তি শেষ হলে তিনি কাউন্টিতে যোগ দেবেন। ইয়র্কশায়ের দায়িত্ব পেয়ে গিবসন বলেন, ‘আমি সত্যিই সম্মানিত ও উত্তেজিত। ইংলিশ কাউন্টি ক্রিকেটে এটি অন্যতম সম্মানজনক ভূমিকা এবং প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে ক্লাবকে এগিয়ে নিতে, আমি সত্যিই অধীর অপেক্ষায় আছি। ‘