November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 30th, 2021, 8:14 pm

ইয়েমেনে জোট বাহিনীর ঘাঁটিতে হুতি হামলা, নিহত ৩০

অনলাইন ডেস্ক :

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর একটি ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। রোববার দক্ষিণাঞ্চলীয় লাজ প্রদেশের আল-আনাদ সামরিক ঘাঁটিতে এ হামলা হয়। খবর রয়টার্সের সরকারি বাহিনীর দক্ষিণাঞ্চলীয় মুখপাত্র মোহাম্মদ আল-নকীব জানান, হুতিরা সশস্ত্র ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ঘাঁটিটিতে কয়েক দফা হামলা চালিয়েছে। নকীব জানান, হামলায় ৩০ থেকে ৪০ জন সেনা নিহত হয়েছেন এবং ৬০ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এই বাহিনীগুলো সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর অংশ। হতাহতদের মধ্যে বেসামরিক কেউ আছেন কিনা তা পরিষ্কার হয়নি। হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে হুতিদের কোনো ভাষ্য পাওয়া যায়নি। ২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে সৌদি সমর্থিত আব্দ রাব্বু মনসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে। হাদি রিয়াদে পালিয়ে যাওয়ার পর তাকে ফের ইয়েমেনের ক্ষমতায় বসাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ২০১৫ সালের মার্চে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে। তারপর থেকে দুই পক্ষের লড়াই ও জোট বাহিনীর নির্বিচার বোমাবর্ষণে লাখো মানুষের মৃত্যু হলেও দেশটির গুরুত্বপূর্ণ প্রায় সব শহর ও এলাকা হুতিদের নিয়ন্ত্রণেই রয়ে গেছে। সৌদি জোটের অবরোধের মধ্যে থাকা দেশটিতে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সঙ্কট দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।