ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দিন খান।
তিনি বলেন, সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে সব রকম পদক্ষেপ নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়ক এলাকা পরিদর্শনকালে শাহাবুদ্দিন খান এসব কথা বলেছেন।
অতিরিক্ত আইজিপি বলেন, অতীতের অভিজ্ঞতায় যানজটের এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। সড়কে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জোরদার।
এ ছাড়া মহাসড়কে অবৈধ গাড়িগুলো চলাচলেও কঠোর নজরদারি থাকবে।
শাহাবুদ্দিন খান আরও বলেন, আগে ঢাকা থেকে রওনা দিয়ে চরম যানজটের কারণে ঈদের দিন বাড়ি ফিরতে হয়েছে। এখন আর সেই সময় নেই। দেশের মানুষের যোগাযোগ পথ নির্বিঘ্ন নিরাপদ করতে সরকারের যুগোপযোগী পদক্ষেপে পদ্মা সেতু নির্মাণসহ দেশের গুরুত্বপূর্ণ সব সড়ক মহাসড়ক ৪ লেন থেকে ৬ লেনে উত্তীর্ণ হয়েছে। তাই আগামী ঈদযাত্রা হবে এযাবৎকালের সবচেয়ে স্বস্তির। এ লক্ষ্যে পুলিশ বিভাগ যাবতীয় ব্যবস্থা নিয়েছে। ঈদের পরেও রাজধানী ও অন্যান্য শহরগামী মানুষের নিরাপদ এবং নির্বিগ্ন যাত্রাপথ রাখতে পুলিশ মাঠে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন- হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, বগুড়া হাইওয়ে পুলিশের এসপি হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. ওয়াদুদ ও ওসি আব্দুল কাদের জিলানী।
—–ইউএনবি
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ
সাইবার আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, গ্রেপ্তাররা মুক্তি পাচ্ছেন
সাবেক এমপি সুজনের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ