ঈদুল ফিতরের ছুটি শেষে বৃহস্পতিবার সরকারি অফিসগুলো খুলেছে।
এ বছর সরকারি কর্মকর্তারা-কর্মচারীরা ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ছুটি পেয়েছেন। ২৯ ও ৩০ এপ্রিল ছিল সাপ্তাহিক ছুটি। ১ মে ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে ছিল ঈদের সরকারি ছুটি।
আজ সকালে বাস স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনগুলোতে কর্মস্থলে ফিরে আসা লোকদের ভিড় দেখা গেছে।
তবে ঢাকায় সচিবালয়ে কর্মকর্তাদের উপস্থিতি ছিল কম।
বৃহস্পতিবার থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আবার কার্যক্রম শুরু করেছে।
এ বছর মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত ৩ মে হয়েছে।
লাখ লাখ মানুষ স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি