December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 13th, 2021, 3:53 pm

ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে কাস্টম হাউস

ষ্টাফ রির্পোটার :

শুধু ঈদের দিন ছাড়া আর সব দিন খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস। খোলা থাকার দিনগুলোতে আমদানি–রপ্তানির কার্যক্রম সীমিত আকারে পরিচালনা করতে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবআির)। দেশের আমদানি-রপ্তানির কার্যক্রমকে গতিশীল ও ব্যবসা-বাণিজ্যের পরিবেশ স্বাভাবিক রাখতে এই আদশে দেওয়া হয়েছে।

এ জন্য মঙ্গলবার (১১ মে) সব কাস্টম হাউসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবআির)। এনবিআরের আদেশে বলা হয়েছে, ১৫ মে পর্যন্ত শুধু ঈদের দিন ছাড়া প্রতিদিনই সীমিত পরিসরে কাস্টম হাউসগুলো খোলা থাকবে। বিজিএমইএর অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

এদিকে, ঈদের ছুটির মধ্যেও চট্টগ্রাম বন্দর ও বেনাপোল কাস্টম হাউসের পাশাপাশি ঢাকা, মোংলা, কমলাপুর আইসিডি ও পানগাঁও কাস্টম খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে কার্যক্রম পরিচালনার জন্য সীমিত পরিসরে তুলনামূলক কম জনবল দিয়ে কাস্টম হাউস খোলা থাকবে।