ষ্টাফ রির্পোটার :
শুধু ঈদের দিন ছাড়া আর সব দিন খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস। খোলা থাকার দিনগুলোতে আমদানি–রপ্তানির কার্যক্রম সীমিত আকারে পরিচালনা করতে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবআির)। দেশের আমদানি-রপ্তানির কার্যক্রমকে গতিশীল ও ব্যবসা-বাণিজ্যের পরিবেশ স্বাভাবিক রাখতে এই আদশে দেওয়া হয়েছে।
এ জন্য মঙ্গলবার (১১ মে) সব কাস্টম হাউসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবআির)। এনবিআরের আদেশে বলা হয়েছে, ১৫ মে পর্যন্ত শুধু ঈদের দিন ছাড়া প্রতিদিনই সীমিত পরিসরে কাস্টম হাউসগুলো খোলা থাকবে। বিজিএমইএর অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।
এদিকে, ঈদের ছুটির মধ্যেও চট্টগ্রাম বন্দর ও বেনাপোল কাস্টম হাউসের পাশাপাশি ঢাকা, মোংলা, কমলাপুর আইসিডি ও পানগাঁও কাস্টম খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে কার্যক্রম পরিচালনার জন্য সীমিত পরিসরে তুলনামূলক কম জনবল দিয়ে কাস্টম হাউস খোলা থাকবে।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম
সম্পদের অপচয় ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক অটোমেটেড সরকারি আর্থিক সেবা