অনলাইন ডেস্ক :
বিশেষ দিবস কিংবা ঈদকে ঘিরে প্রতিবছরই অভিনয়শিল্পী-নির্মাতাদের ব্যস্ততা থাকে তুঙ্গে। সেই ধারাবাহিকতায় করোনা প্রকোপের মধ্যেও এই উৎসবকে ঘিরে নির্মাণ নির্মাতারা করেছেন বিশেষ নাটক। সর্বোচ্চ সতর্কতা মেনে অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন সেসব নাটকে। অন্যান্য অনেক তারকার ভিড়ে এই ঈদে ১৪টি নাটক নিয়ে হাজির হচ্ছেন তারকা অভিনেত্রী তানজিন তিশা। নাটকগুলো হলো- তানিম রহমান অংশুর ‘সাহসিকা’, তুহিন হোসেনের ‘অবসর’; দুটি নাটকই নারী গল্প ভিত্তিক। এছাড়াও মিজানুর রহমান আরিয়ানের ‘হ্যালো শুনছেন’ (আফরান নিশো), জাকারিয়া সৌখিনের ‘এক মুঠো প্রেম’ (আফরান নিশো), ভিকি জাহেদের ‘কায়কোবাদ’ (আফরান নিশো), ইমরাউল রাফাতের ‘পাপ্পু ওয়েডস পিংকি’ (জোভান), সাগর জাহানের ‘ব্যাঙের ছাতা’ (জোভান), নাজমুল রনির ‘ক্রাইম পার্টনার’ (জোভান), রাফাত মজুমদার রিংকুর ‘ ব্যাংকার গার্লফ্রেন্ড’ (জোভান), ওসমান মিরাজের ‘এক্স যখন কলিগ’ (জোভান), সাগর জাহানের ‘যে কোনো প্রয়োজনে কল করুন’ (মোশাররফ করিম), গৌতম কৈরীর ‘সব চরিত্র বাস্তব’ (তাহসান), মাহমুদুর রহমান হিমির ‘ওভার এক্সপেক্টেশন’ (তাহসান) ও আলোক হাসানের ‘লাভ অর ওয়ার’ (ইরফান সাজ্জাদ)। এবার ঈদের কাজগুলো প্রসঙ্গে তানজিন তিশা বলেন, আমি ঈদের অনেক পরে কাজ শুরু করেছি। তারপরও যে কয়েকটা কাজ করেছি সেগুলো খুবই সুন্দর গল্পের। প্রত্যেকটা কাজই চমৎকার। এবার ঈদের কাজগুলো দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ