অনলাইন ডেস্ক :
এবারের ঈদে নাগরিক টিভিতে থাকছে সাতদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। এই আয়োজনে সাতদিনজুড়েই নাগরিক পর্দায় থাকছেন অভিনেত্রী সারিকা সাবরিন। তাকে নিয়ে ‘কড়িওয়ালা’ নামের বিশেষ ধারাবাহিক নির্মাণ করেছেন আশরাফী মিঠু। এটি রচনা করেছেন মাহবুব হাসান জ্যোতি। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জাহের আলভী, আব্দুল্লাহ রানা, হিমে হাফিজ, লাবণী মিম প্রমুখ। প্রচার হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টা ৫৫ মিনিটে। নাট্যকার জ্যোতি বলেন, ‘এই নাটকের গল্পে দেখা যাবে কাগুজে নোটের আধিপত্যে অস্থির চারপাশ। টাকার হিসাব মেলাতে গিয়ে হাসির ঘটনাও ঘটে। আবার কখনও সম্মান রক্ষায় দায় হয়ে যায় এই টাকার জন্য। গল্পের প্রধান চরিত্র মোফাক্কার তার বাবার সঙ্গে বাজারে গিয়ে টের পায়, যে ক্রেতার টাকা আছে তাকে কদর করে দোকানিরা। অন্যদিকে টাকা নিয়ে অদ্ভুত আর মজার কেচ্ছা কাহিনি বলে বেড়ান এই অস্থির সময়ের কিছু বুদ্ধিজীবী। কিন্তু আলোচনা শেষে তার হাতে আসা খামটির ভেতরে কত আছে- সেই তথ্যটিও যাচাই করে নেন!’ এরপর থেকেই ঘটতে থাকে যত আজগুবি ঘটনা। অনেকটা স্যাটায়ার, আর মজার ঘটনাপ্রবাহের মাধ্যমে আবেগী গল্প বলা হবে সাত পর্বের ‘কড়িওয়ালা’তে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ