November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 16th, 2023, 7:55 pm

ঈদে হানিফ সংকেতের ‘বাড়িঘর আপন পর’

অনলাইন ডেস্ক :

প্রতি ঈদেই বর্ণাঢ্য ‘ইত্যাদি’র পাশাপাশি নন্দিত নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এরমধ্যে তিনি নির্মাণ করেছেন ‘বাড়িঘর আপন পর’। যা যথারীতি প্রচার হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে। হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। হানিফ সংকেতের ভাষ্যে এবারের নাটকটির মূল মর্ম এমন- একজন নারী কখনও মা, অভিভাবক, স্ত্রী, উপার্জনশীল ব্যক্তি, দায়িত্বশীল কর্মকর্তা এবং কখনও ভালো বন্ধু। কিন্তু তারপরও অধিকাংশ ক্ষেত্রে তাকে সব সময় সব কিছুতেই আপোশ করে চলতে হয়। হতে পারে সেটা সংসার জীবনে, কর্মক্ষেত্রে কিংবা ব্যক্তিগত জীবনে। সদ্য বিবাহিতা তেমনই একজন নারীর সামাজিক অবস্থান এবং তার মনে জেগে ওঠা কিছু প্রশ্ন নিয়ে নির্মিত হয়েছে ‘বাড়িঘর আপন পর’ নাটকটি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, তারিন জাহান, আব্দুন নূর সজল, লুৎফর রহমান জর্জ, সুভাশিষ ভৌমিক ও নজরুল ইসলাম। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন পুলক ও রিয়াদ।