April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 12th, 2023, 8:09 pm

ঈদ আয়োজনে বৈশাখীতে ২২ নাটক

অনলাইন ডেস্ক :

ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে মোট ২২টি নাটক, ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ফানি মোমেন্টসহ নানা আয়োজন। বিশেষ সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে ঈদের ৭ দিন সকাল ৮.১৫ মিনিটে প্রচার হবে বৈশাখীর ‘সকালের গান’। লিটু সোলায়মানের প্রযোজনায় অংশ নেবেন খুরশিদ আলম, ফেরদৌ আরা, দেবলিনা সুর, বিন্দু কনা, পুতুল, সাব্বির ও লুইপা। ঈদের ৭ দিন সকাল ১১টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী সালমা ও তার দল, লিজা ও তার দল, ফকির শাহাবুদ্দীন ও শাহনাজ বেলী, রাজীব ও আতিয়া আনিসা, শফি ম-ল ও জুঁই, আগুন ও অনুপমা মুক্তি এবং অঙ্কন ও খায়রুল ওয়াসী। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা ও তমা রসিদ। শাহ্ আলমের প্রযোজনায় এবং চিত্রনায়িকা তানহা তাসনিয়ার উপস্থাপনায় ঈদের ৭ দিন দুপুর ১টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। ঈদের দিন দুপুর ১.৩০ মিনিটে প্রচার হবে বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকে ব্যবহৃত গান নিয়ে বিশেষ অনুষ্ঠান নাটকের গান। দুপুর ১২.৩০ মিনিটে প্রচার হবে কমেডি শো: ফানি মোমেন্ট। বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকের হাস্যরস ও ফান নিয়েই এ অনুষ্ঠান। নাটকের গান ও ফানি মোমেন্ট অনুষ্ঠান দুটি প্রযোজনা করেছেন নিকোলাস হীরা। ঈদের ৭ দিন দুপুর ২.৪০ মিনিট থেকে প্রচার হবে ৭টি সিনেমা। ঈদের দিন থেকে যথাক্রমে প্রতিদিন একটি করে ‘আমার প্রাণের স্বামী’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘মানিক রতন দুই ভাই’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘মায়ের জেহাদ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘বিশ্ব প্রেমিক’ প্রচার করা হবে। নাটকগুলোর মধ্যে ৮টি একক এবং ৭ পর্বের ৬টি ধারাবাহিক এবং ৮টি মেগা। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮.১০ মিনিটে।এবার ঈদের ৪টি নাটকের গল্প লিখেছেন পুরস্কারপ্রাপ্ত গল্পকার বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। এরমধ্যে একটি একক ও ৩টি ৭ পর্বের ধারাবাহিক। আল হাজেনের পরিচালনায় রাশেদ সীমান্ত, অহনা রহমান অভিনীত ‘জামাই বাজার-৩’, জাহিদ হাসান, নাজিয়া হক অর্ষা অভিনীত ‘দুই জামাই’ ও আল হাজেন পরিচালিত রাশেদ সীমান্ত ও তানজিকা আমিন অভিনীত ‘হাবুর স্কলারশিপ’ এবং একই পরিচালকের পরিচালনায় একক নাটক ‘কন্ট্যাক্ট ম্যারিজ’। ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত ১১.৩৫ মিনিট থেকে প্রচার হবে ৮টি মেগা নাটক। ঈদ আয়োজন নিয়ে বলতে গিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, বিনোদনপ্রিয় মানুষকে কিছুটা বিনোদন দেয়ার জন্যই আমাদের এ আয়োজন। বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্যই হচ্ছে, দর্শকদের বিনোদন দেওয়া। কতটুকু সফল হতে পারব, সে বিচারের ভার বৈশাখী টেলিভিশনের দর্শকদের, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমাদের এগিয়ে চলা।’