November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 23rd, 2023, 8:44 pm

ঈদ উপলক্ষে কোক স্টুডিও বাংলার নতুন চমক

অনলাইন ডেস্ক :

‘মুড়ির টিন’ দিয়ে শুরুটা বেশ জাঁকালো হয়েছিল। তবে এরপর কয়েকটি গান সেভাবে আলোড়ন তুলতে পারেনি। তবে সম্প্রতি সেই মলিনতা কাটিয়ে জমে উঠেছে ‘কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজন। সাম্প্রতিক সময়ে প্রকাশ হওয়া ‘দেওরা’, ‘নদীর কূল’ কিংবা ‘কথা কইয়ো না’ গানগুলো শ্রোতাদের বিপুল সাড়া এবং প্রশংসা উভয়ই পেয়েছে। এবার ঈদ উপলক্ষে আসছে আয়োজনটির নতুন চমক। আর এই চমকের নাম ফুয়াদ আল মুক্তাদির। যিনি বাংলা গানে মডার্ন মিউজিকের অধ্যায়ের অন্যতম কা-ারি। একবিংশ শতকের শূন্য দশকে তার সংগীতায়োজনে বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। ‘কোক স্টুডিও বাংলা’র সূত্রে জানা গেলো, ভিন্ন ধাঁচের একটি গান তৈরি করেছেন ফুয়াদ। যেটাতে কণ্ঠ দিয়েছেন ভারতের মুর্শিদাবাদী খ্যাত সৌম্যদী শিকদার ও বাংলাদেশের তাসফিয়া ফাতিমা (তাশফি)।

এর মধ্যে মুর্শিদাবাদীকে প্রথম সিজনে ‘সব লোকে কয়’ এবং তাশফিকে পাওয়া গেছে ‘লীলাবালি’ গানে। গানটি নিয়ে ফুয়াদ আল মুক্তাদিরের ছোট্ট বার্তা, ‘আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। জানি না, কতটুকু পেরেছি; তবে তোমাদের ভালোবাসা আর দোয়া প্রয়োজন।’ আয়োজকদের দেওয়া আভাসে বোঝা যাচ্ছে, ফুয়াদের সংগীত পরিচালনায় গানটি হবে ঈদে বাড়ি ফেরার আবহে। ঈদ উপলক্ষে শনিবার (২৪ জুন) রাত আটটায় গানটি উন্মুক্ত করা হবে অন্তর্জালে। প্রসঙ্গত, ছোটবেলা থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করেন ফুয়াদ আল মুক্তাদির। মাঝে মধ্যে দেশে এসে গান করেন, আবার মার্কিন মুলুকেও তার গানের চর্চা চলে নিয়মিত। গেলো মার্চে গুরুতর অসুস্থ ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার আট ঘণ্টাব্যাপী ওপেন হার্ট সার্জারি হয়েছিল। সেই অসুস্থতা কাটিয়ে বড় চমক নিয়ে ফিরছেন ফুয়াদ।