অনলাইন ডেস্ক :
মুঘল আমলে বাংলার বারো ভুঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারের প্রধান ছিলেন ঈশা খাঁ। তিনি ক্ষমতায় থাকাকালীন মুঘল সম্রাট আকবরকে খাজনা দিতে অস্বীকৃতি জানান। এ কারণে তখন ব্যাপক লড়াই-সংঘর্ষ হয়েছিল। ওই প্রেক্ষাপটেই বানানো হয়েছে চলচ্চিত্র ‘ঈশা খাঁ’। দূর্গা পূজা উপলক্ষে আগামীকাল শুক্রবার পাচ্ছে ছবিটি। ছবিটিতে ঈশা খাঁর নাম ভূমিকায় অভিনয় করেছেন ডি এ তায়েব। তার বিপরীতে আছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এটি পরিচালনা করেছেন ডায়েল রহমান। ছবিটির মুক্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে হাজির হয়ে ডি এ তায়েব বলেন, ‘এখন পর্যন্ত অনেক সুপারস্টার নায়িকার বিপরীতে অভিনয় করেছি। এখন পর্যন্ত কোনো সুপারস্টার নায়িকা বাকি নেই তার সাথে কাজ করেনি। অপু, মাহিসহ সবার সাথে আমি অভিনয় করেছি। সুপারস্টার নায়িকাদের সাথে যখন কাজ করব না তখন নায়িকা চেঞ্জ হয়ে যাবে।’ নিজের নতুন ছবি মুক্তি নিয়ে এই অভিনেতা বলেন, ‘ঈশা খাঁ একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি। মুঘল আমলে বাংলার বারো ভুঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারের প্রধান ছিলেন ঈশা খাঁ। তাকে পর্দায় তুলে আনা সহজ কাজ নয়। এই কঠিন কাজটিই আমাকে দিয়ে আমার পরিচালক করিয়েছেন। ছবিটি বাহুবলীর চেয়ে কোনো অংশে কম নয়। আশা করি ছবিটি সবাই হলে গিয়ে দেখবেন।’ ছবিটির সংবাদ সম্মেলনে হাজির হয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সব ছবিই আমাদের ছবি। ঈশা খাঁও আমাদের ছবি। ছবিটি আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। সবাইকে হলে গিয়ে দেখার আহ্বান জানাই।’ শিল্পী সমিতির নেত্রী ও অভিনেত্রী নিপুণও বলেন, তায়েব ভাই একজন ভালো মানুষ। চলচ্চিত্রের প্রতি অভিনয়ের প্রতি তার অগাধ ভালবাসা। আশা করি তার ছবিটি সবাই হলে এসে দেখবেন।’ ডিএ তায়েব ও অপু বিশ্বাস এছাড়াও সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, ডন, রেবেকা, আনহা তামান্না প্রমুখ।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ