জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :
ঈশ্বরগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে হতদরিদ্র ক্রয় সামর্থ্যহীনদের জন্য মুক্তির বন্ধন ফাউন্ডেশন ফ্রি হাটের আয়োজন করেছে। উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁওয়ে ইরা ফিলিং স্টেশন চত্বরে এ ফ্রি হাটের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন, আঠারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আলম কবীর রুপক, তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম প্রমুখ। সরেজমিন ফ্রি হাটে গিয়ে দেখা যায় বিভিন্ন স্টলে স্তরে স্তরে সাজানো রয়েছে টাটকা শাক সবজি, মাছ, খেজুর, মুড়ি, তেল, লবন, পিঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, বেগুন, টমেটো, মিষ্টি লাউ। মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সমন্বয়কারী আজহারুল ইসলাম পলাশ জানান এসব পণ্য সামগ্রী ক্রয় সামর্থ্যহীন ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে বিতরণ করা হবে । এছাড়ও লোক লজ্জার ভয়ে ফ্রি হাটে আসতে পারে না এমন মধ্যবিত্ত পরিবারের মাঝে আমাদের স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবে। ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক শাহনাজ পারভীন নাবিলা জানান, রমজান মাসে মোট চারটি ফ্রি হাট বসবে তন্মেধ্যে তিনটি সবজি ও একটি ঈদের হাট। এসব হাটে ১২শ অসহায় পরিবার এসব সামগ্রী পাবে। ঈদের হাটে নতুন জামা কাপড় সেমাই চিনি ও শিশুদের জন্য খেলনা বিনামূল্যে বিতরণ করা হবে। ফ্রি হাট উদ্বোধন কালে জেলা প্রশাসক মো. এনামুল হক বলেন, মুক্তির বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগটি একটি মহতী উদ্যোগ। ফাউন্ডেশনের এই প্রশংসনীয় কার্যক্রমটি অব্যহত রাথার স্বার্থে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান জানান।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি