সাইফুল ইসলাম তালুকদার :
হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব হল শারদীয় দূর্গোৎসব এ উৎসবকে সামনে রেখে সনাতনধর্মাবলম্বীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ১১ অক্টোবর সারাদেশের ন্যায় ঈশ্বরগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গোৎসব। এবার ঈশ্বরগঞ্জে ৫৮টি পূজা মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। প্রতিমা, তোরণ তৈরী ও আলোক সজ্জার কাজ শেষ। পুজায় আনন্দের মাত্রা যোগ দিতে নতুন জামা, শাড়ি, পাঞ্জাবি ক্রয়ের ধুম পড়েছে দোকান পাটে। পুজার সার্বিক নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, মোবাইল টিমের মাধ্যমে সার্বক্ষনিক পূজা মন্ডপ পরিদর্শনের ব্যবস্থ্যা নেয়া হয়েছে।
পুজা উদযাপন কমিটির সভাপতি প্রবোদ রঞ্জন সরকার বলেন, দুর্গাপুজা সার্বজনীন উৎসব। এ উৎসবে হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও অন্যান্য ধর্মের লোকেরাও অংশগ্রহণ করে আনন্দের মাত্রাকে আরো বাড়িয়ে তুলে। পুজায় সকল স্থরের মানুষের অংশ গ্রহণের ফলে সমাজে জাগ্রত হয় মানবতা, দূর হয় হিংসা বিদ্বেষ, গড়ে উঠে সকলের মাঝে শ্বাশ্বত কল্যাণের সেতু বন্ধন। #
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি