অনলাইন ডেস্ক :
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড, ইংল্যান্ড হঠাৎ করেই বাতিল করেছিল সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য পাকিস্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নয়। তাই তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তানে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। তবে সফরটা অবশ্য ভালো কাটছে না ক্যারিবীয়দের। করোনার থাবার পর এবার স্বাগতিকদের বিপক্ষে বড় হারের শিকার হয়েছে ক্যারিবীয়রা। সোমবার রাতে করাচিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬৩ রানে হারিয়েছে পাকিস্তান। টসে হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ২০০ করেছিল বাবর আজমের দল। বাবর আজম ০ রানে ফিরলেও মোহাম্মদ রিজওয়ান ৫২ বলে ৭৮, হায়দার আলী ৩৯ বলে ৬৮ ও শেষ দিকে মোহাম্মদ নওয়াজ খেলেন ১০ বলে ৩০ রানের বিস্ফোরক ইনিংস। ৪৩ রানে ২ উইকেট রোমারিও শেপহার্ডের। জবাবে ক্যারিবীয়রা অলআউট হয় ১৩৭ রানে। মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ৪০ রানে ৪টি উইকেট নেন। লেগস্পিনার শাদাব খানের শিকার ৩ উইকেট। এ ছাড়া শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজ একটি করে উইকেট লাভ করেন। হায়দার আলী ম্যাচসেরা নির্বাচিত হন।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা