November 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 9th, 2021, 3:08 am

উচ্ছ্বসিত রাবা খান

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো গান লিখেছেন রাবা খান, একটি নয় ৭ টি গান। এরইমধ্যে ৪ টি গান রিলিজ হয়ে গেছে। আরো ৩ টি গান বাকি রয়েছে। সেসবও ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। রাবার সঙ্গে যৌথভাবে লিখেছেন আরাফাত মহসিন। সুর করেছেন দুজনে। গানের সংগীত আয়োজন করেছেন আয়োজন করেছেন আরাফাত। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত রাবা খান। বললেন, ‘আমি অনেককিছু লিখেছি, এবার প্রথমবারের মতো গান লিখলাম। এটা অন্যরকম অনুভূতি। শুধু লেখা নয়, এই গানে সুরও দিয়েছি এবং কণ্ঠও দিয়েছি। শুভাকাক্সক্ষীদের ভালো সাড়া পাচ্ছি, এটা সুখকর বিষয়।’ মূলত ৭ টি গানের সমন্বয়কে অ্যালবাম হিসেবেই অভিহিত করছেন রাবা খান। নিজের ব্যক্তিগত ও পেশাগত কাজের পাশপাশি সময় বের করে এই মুহূর্তে গানটাকে সময় দিচ্ছেন। সোমবার সকালে বললেন, ‘আসলে আমি তো লিখতে পারি। ভাবলাম একটা গান লিখি। আরাফাত মোহসিনকে সাথে নিয়ে একটা গান লিখলাম। সুরও দিলাম তাতে। পরে দুজন মিলে গাইলাম ও রিলিজ করলাম। প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেলাম যা আমাদের পরবর্তী গান করার বিষয়ে আগ্রহ তৈরি করলো। এই ধারাবাহিকতায় আমরা ৭ টি গানের কাজ করে ফেললাম।’ ২০১৯ বই মেলায় বান্ধবী’ নামে রাবা খানের একটি বই প্রকাশ হয়। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় হইচই। তবে সেসবকে পাত্তা দেননি রাবা খান। এদিন আলাপকালে বললেন, ‘আমার জীবনের সেরা অভিজ্ঞতা হলো আমার বই প্রকাশ। বই প্রকাশ করে আমি মনের দিক থেকে ব্যাপক সন্তুষ্ট। আমি লিখতে পেরেছি আমার ভেতরের কথাগুলো। যা আমার সারাজীবনের জন্য সঞ্চয় হিসেবে তোলা রইলো। আমি যখন ইচ্ছে খুলে দেখতে পারি, পড়তে পারি আবার রেখে দেই। আর এই বইয়ের যা সাড়া পেয়েছি তা কল্পনাতীত।’ নতুন কোনো বই আসছে নাকি- রাবা খান প্রশ্নের উত্তর দিতে কিছুটা সময় নিলেন। তারপর নিশ্চিত হয়েই জানালেন। তার কোনো বই আসছে না। বললেন, ‘আসলে একটা গল্প মাথায় এসেছে। কিন্তু বই করার মতো লেখালেখি এখনো করিনি। এ বছর আমার কোনো বই আসছে না।, ২০১৬ সালের শেষের দিকে ‘আন্টিদের কথোপকথন’ সাধারণত কেমন হয়, এ রকমই একটি ভিডিও পোস্ট করেন রাবা। সেই ভিডিও ফেসবুকে এত বেশি ছড়িয়ে পড়ে। মূলত সেখান থেকেই নেটিজেনরা রাবা খানকে চেনে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের করা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৩০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান রাবা খান। ৭ বছর আগে ইউটিউবে ‘দ্য ঝাকানাকা প্রজেক্ট’ চ্যানেল থেকে নিয়মিত ভিডিও বানিয়েছেন। এই প্রজেক্টটিই ফোর্বসের কাছে গুরুত্ব পেয়েছিল।