April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 31st, 2022, 8:31 pm

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৭

অনলাইন ডেস্ক :

ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় সাতজন নিহত। চলন্ত একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে একটি অ্যাম্বুলেন্সের। ঘটনাস্থলেই মারা যান অ্যাম্বুলেন্সে থাকা সাতজন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঘুমে চোখ জড়িয়ে এসেছিল অ্যাম্বুলেন্স চালকের। তাতেই বিপত্তি ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩১ মে) ভোরবেলা দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চেক আপ করিয়ে বরেলির গ্রামে ফিরছিল একই পরিবারের ছয় সদস্য। ঘটনার সময়ে সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন অ্যাম্বুলেন্সের চালক। তখনই উল্টোদিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে ধাক্কা লাগে অ্যাম্বুলেন্সটির। গুরুতরভাবে আহত হন অ্যাম্বুলেসের সাত যাত্রী। স্থানীয় মানুষের উদ্যোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানেই চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করে। এসপি রোহিত সিং সজবাণ জানিয়েছেন, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময়েই ডিভাইডার পার করে উল্টো দিক থেকে আসা মালবাহী মিনি ট্রাকের সাথে ধাক্কা লাগে অ্যাম্বুলেন্সটির। তারপরেই ঘটনাস্থল থেকে পুলিশকে খবর দেন স্থানীয় মানুষ। পুলিশ আরো জানিয়েছে, নিহতের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী।