April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 12th, 2022, 9:06 pm

উত্তরে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও কমতে পারে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

মাঘের শেষে বৃষ্টির পর ফের শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। পঞ্চগড় ও কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে আগামী কয়েকদিন অবহাওয়া মোটামুটি এ রকমই থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শনিবার (১২ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে যা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি। গত শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকার আকাশে ঝলমলে রোদ। যদিও গত শুক্রবার সকালের দিকে ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পঞ্চগড় এবং কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিন আবহাওয়া মোটমুটি এ রকমই থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।