November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 19th, 2023, 8:24 pm

উত্তর কোরিয়ার প্রথম স্পাই স্যাটেলাইট

অনলাইন ডেস্ক :

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রথমবারের মতো গোয়েন্দা সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণের নির্দেশ দিয়েছেন। দেশটি ইতোমধ্যে স্যাটেলাইটের নির্মাণ কাজ শেষ করেছে। গতকাল বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এর বরাত দিয়ে এ তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট কিম জং উন পরিকল্পনা অনুযায়ী শিগগিরই স্যাটেলাইটটি উৎক্ষেপণের নির্দেশ দিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, পিয়ংইয়ং মে থেকে সেপ্টেম্বরের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে পারে।

কিম সম্প্রতি ন্যাশনাল অ্যারোস্পেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিদর্শন করে জানান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার হুমকি মোকাবিলায় এ ধরনের স্যাটেলাইট প্রয়োজন। তিনি নির্ধারিত সময়ে স্যাটেলাইট স্থাপনেরও নির্দেশ দেন। তবে, স্যাটেলাইটটি কবে উৎক্ষেপণ করা হবে তা নির্দিষ্ট করে জানাননি উত্তর কোরিয়ার নেতা। এর আগে গত ডিসেম্বরে উত্তর কোরিয়া জানিয়েছিল, দেশটি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হবে বলেও জানানো হয়েছে।