অনলাইন ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শনিবার দিনের দুটি ম্যাচেই ছড়িয়েছে উত্তেজনা। টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে উত্তেজনাপূর্ন ম্যাচে জিতেনি কেউ। ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। এদিকে দিনের অপর ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এ- সোসাইটিকে ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রহমতগঞ্জ। তবে দ্বিতীয়ার্ধে দুই গোল করে রহমতগঞ্জকে হতাশায় ডুবিয়ে জয় ছিনিয়ে নেয় মারুফুল হকের দল। ম্যাচের চার মিনিটেই গোল আদায় করে নেয় রহমতগঞ্জ। খন্দকার আশরাফুল ইসলামের বাড়ানো পাস থেকে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ফিলিপে আজাহ। স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে রহমতগঞ্জের ত্রাতা হয়েছিলেন এই নাজেরিয়ান ফরোয়ার্ড। গতি ও গোল করার দক্ষতা দেখিয়ে পুরান ঢাকার ক্লাবটিকে তুলেছিলেন ফেডারেশন কাপের ফাইনালেও। প্রথমার্ধে আর লিড বাড়িয়ে নিতে পারেনি গোলাম জিলানীর দল। দ্বিতীয়ার্ধের পুরোটাই আধিপত্য বিস্তার করে বন্দর নগরীর দল। ৫৩ মিনিটে চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফেরান নাইজেরিয়ান ফরোয়ার্ড এবিমোবই থ্যাংকগড। আফগানিস্তানের মিডফিল্ডার ওমিদ পোপালজাইয়ের পাস থেকে বল জালে জড়ান তিনি। ৭২ মিনিটে গোল করে চট্টগ্রাম আবাহনীর জয় নিশ্চিত করেন এ মৌসুমেই দলে যোগ দেয়া ফরোয়ার্ড রুবেল মিয়া। রোববার প্রিমিয়ার লিগে কোনো ম্যাচ নেই। একদিন বিরতি দিয়ে ৭ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় রাউন্ড। প্রথম দিনে মুন্সিগঞ্জে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা