November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 28th, 2021, 8:53 pm

উন্নয়শীল দেশে উন্নীত হলে বাংলাদেশ ব্রান্ডিংয়ের সুযোগ পাবে: প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উন্নয়শীল দেশে উন্নীত হলে বাংলাদেশ ব্রান্ডিংয়ের সুযোগ পাবে। এটি বিশ্বের সামনে আমাদের পণ্যকে আরও বৃহত্তরভাবে তুলে ধরতে সাহায্য করবে। ’

রবিবার একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে সমাপনী ভাষণে শেখ হাসিনা এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এলডিসি থেকে এই উত্তরণ বাংলাদেশের জন্য অনেক সুযোগ তৈরি করেছে। আমি মনে করি এটি বাংলাদেশের উন্নয়ন যাত্রায় আরেকটি মাইলফলক। এটি সারা বিশ্বের সামনে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য প্রচারের সুযোগ তৈরি করেছে।

বাংলাদেশকে একটি উদীয়মান অর্থনীতি হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি বড় বাজার হিসেবে আবির্ভূত হচ্ছে। তিনি বলেন, আমরা বিশ্বকে এই বার্তা দিতে সক্ষম হব যে বাংলাদেশে একটি বড় বাজার তৈরি হচ্ছে।

তিনি বলেছেন, ‘যদিও চূড়ান্ত উত্তরণ ২০২৪ সালে শেষ হওয়ার কথা ছিল বাংলাদেশ করোনার ক্ষতি পুনরুদ্ধারের জন্য স্বল্পোন্নত দেশগুলির জন্য এনটাইটেল সুবিধাগুলি উপভোগ করতে ২০২৬ সাল পর্যন্ত সময় নিয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘চূড়ান্তভাবে গ্র্যাজুয়েশন প্রক্রিয়া শেষ হলে উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশের জন্য অনেক বিকল্প সুযোগ তৈরি করা হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের অনেক পদক্ষেপ নিতে হবে, (উন্নয়নশীল দেশ হিসেবে সুযোগ-সুবিধা গ্রহণ করা) এবং আমরা এই প্রস্তুতিও নিচ্ছি।’

—ইউএনবি