April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 28th, 2022, 7:54 pm

উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে গঙ্গাচড়া বাজারের ফুটপাত দখল মুক্ত

জেলা প্রতিনিধি, রংপুর :
অবশেষে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে জনগুরুত্বপূর্ণ গঙ্গাচড়া বাজারের ফুটপাত অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত হলো। রংপুরের গঙ্গাচড়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত গঙ্গাচড়ার বাজার। জনগুরুত্বপূর্ণ বাজারটির ফুটপাত দখল করে স্থাপনা বসিয়ে ব্যবসা করে আসছিলো এক শ্রেণী মানুষ। ফুটপাত দখল করে ব্যবসা করার কারণে যানজট লেগেই লাগত। ফলে চলাচলরত মানুষজনের সমস্যা হত। মানুষজন ফুটপাত দখল মুক্ত করার দাবি দীর্ঘদিন থেকে করে আসলেও ফুটপাত দখল কারী ব্যবসায়ীদের কাছ থেকে এক শ্রেণীর কতিপয় মানুষ অবৈধ সুবিধা নেওয়ায় তা সম্ভব হচ্ছিলো না। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এরশাদ উদ্দিন পিএএ যোগদান করেই নানা শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এ সময় বিশিষ্টজনেরা গঙ্গাচড়া বাজার ফুটপাত মুক্ত করার দাবি জানান। উপজেলা নির্বাহী অফিসার তাদের প্রতিশ্রুতি দিয়ে সহযোগিতা চেয়ে ছিলেন। অবশেষে তিনি তা রক্ষায় সাধারন মানুষসহ সুধিজন সন্তোষ্টি প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানায়। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা অভিযান পরিচালনা করে তিনি ফুটপাত দখল কারীদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ জানান, আমি নিজে গাড়ী নিয়ে যখন বাজারে হয়ে যাই তখন দেখি ফুটপাত দখলের কারণে যানজট লেগে আছে। আমার গাড়িটি বাজার এলাকা পার হতে অনেক সময় লাগত। তাই সুধিজনের দাবিকে প্রেক্ষিতে মানুষজনের ভোগান্তি লাগবে ফুটপাত দখল মুক্ত করা হয়। তাছাড়া বাজারে যাতে যানজট না হয় সেজন্য গ্রাম পুলিশ টহলের ব্যবস্থা করা হয়।