বাংলাদেশ উপহার হিসেবে চীন থেকে করোনা ভ্যাকসিনের ষষ্ঠ চালান পেয়েছে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস।
সিনোভ্যাক লাইফ সায়েন্সেস কোং লিমিটেডের উৎপাদিত ২০ লাখ সিনোভ্যাক ভ্যাকসিন ২৫ নভেম্বর দেশে এসে পৌঁছেছে। বাংলাদেশ এখন পর্যন্ত চীন থেকে উপহার হিসাবে ৫০ লাখ ৬০ হাজার ডোজ করোনা টিকা পেয়েছে।
দূতাবাস শনিবার একটি ফেসবুক পোস্টে জানিয়েছে, এই বছরের মে, জুন, আগস্ট এবং অক্টোবরে বাংলাদেশ উপহার হিসেবে চীনা ভ্যাকসিনের পাঁচটি চালান পেয়েছে।এবার চীন-সহায়তায় ষষ্ঠ চালান হিসাবে সিনোভ্যাক ভ্যাকসিন ডোজগুলো এসেছে।
চীনা দূতাবাস বলেছে,করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশ ও চীন সবসময়ই একসাথে দাঁড়িয়েছে, প্রতিকূলতা ও চ্যালেঞ্জের সময়ে একে অপরকে সমর্থন ও সহায়তা করেছে, যা দুই দেশের গভীর বন্ধুত্বকে ‘স্পষ্টভাবে তুলে ধরেছে’।
–ইউএনবি
আরও পড়ুন
এলডিসি গ্রাজুয়েশনে বাংলাদেশের সুষ্ঠু উত্তরণে পূর্ণ সহায়তার আশ্বাস জাতিসংঘের
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে ইউনূস-আইসিসির আলোচনা
দেশ সংস্কারে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র