অনলাইন ডেস্ক :
বিশ্বকাপ বাছাইপর্বে শক্তিশালী উরুগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল। শুক্রবার (১৫ অক্টোবর) ভোরে মানায়াসের অ্যারেনা দা অ্যামাজোনিয়ায় এই চার গোলের মধ্যে একটি আছে নেইমারের। আর গোল করিয়েছেন দুটি। এই জয়ে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ব্রাজিল ২০২২ কাতার বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে চলে গেলো। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে উরুগুয়ে। উত্তেজনাপূর্ণ ম্যাচে দশম মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন নেইমার। পোস্টের সামনে উরুগুয়ের এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জড়িয়ে যায় জালে। ১৮ মিনিটে স্বাগতিকরা ব্যবধান দ্বিগুণ করে। বিরতির পর স্কোরশিটে নাম তুলে নিজের গোলের সংখ্যা বাড়ান লিডস ইউনাইটেডের অ্যাটাকিং মিডফিল্ডার রাফিনিয়া। ৩-০ গোলে পিছিয়ে পড়ে খেলা থেকে একরকম ছিটকেই গিয়েছিল উরুগুয়ে। তবে আশার আলো কিছুটা জেগে ওঠে ৭৭ মিনিটে সুয়ারেসের গোলে। তবে মিনিট ছয়েক পর উরুগুয়েকে হতাশ করে কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন স্ট্রাইকার বারবোসা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা