April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 12th, 2022, 8:22 pm

এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর, রুটিন প্রকাশ

ফাইল ছবি

২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সোমবার সব শিক্ষাবোর্ডের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

সময়সূচি অনুযায়ী, তত্ত্বীয় এইচএসসি পরীক্ষা ৬ নভেম্বর থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এবং ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীরা ১০০ নম্বরের সকল পরীক্ষার জন্য ২ ঘণ্টা করে সময় পাবেন। এরমধ্যে তারা বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল প্রশ্নের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবেন।

এবারের এইচএসসি পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্র দিয়ে।

—-ইউএনবি