November 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 12th, 2021, 7:25 pm

একটি আতঙ্কের নাম ‘পাথর নিক্ষেপ’

অনলাইন ডেস্ক :

রেলপথে যাতায়াতের ক্ষেত্রে একটি আতঙ্কের নাম ‘পাথর নিক্ষেপ’। বখাটে ছেলেদের ছুড়ে দেওয়া এসব পাথরে ভাঙছে ট্রেনের জানালার গ্লাস, আহত হচ্ছেন অনেক যাত্রী। কেউ বা হারাচ্ছেন চোখ, কেউ আবার ঢুলে পড়ছেন মৃত্যুর কোলে। আর দিনদিন এই প্রবণতা যেন বেড়েই চলেছে। পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে একটি নাটক। নাটকের নাম ‘অনাকাক্সিক্ষত’। বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের মূল ভাবনায় এটি রচনা করেছেন ফজলুল করিম। প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। নাটকটির বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, সাবেরী আলম, লুৎফর রহমান জর্জ, লারা লোটাস, সাজ্জাদ রেজা, সেলিম কামাল, রাজু আহসানসহ অনেকে। নাটকটি প্রচারিত হবে শনিবার রাত ৯টায়। নাটক প্রসঙ্গে প্রযোজক বলেন, ‘অনেক সময় বখাটে ছেলেরা রেললাইনের পাশ থেকে পাথর ছুড়ে মারে আর সে পাথরের আঘাতে যাত্রীরা আহত হয়। নাটকের নায়িকা সুরভীর জীবনেও তা-ই হয়েছিল। এই অনাকাক্সিক্ষত ঘটনা আর যাতে না ঘটে, সে ব্যাপারে সামাজিক সচেতনতাই নাটকের মূল বিষয়বস্তু।’ নাটকের গল্প প্রসঙ্গে তিনি জানান, পরাগ ভালো চাকরি করে। সে সুরভীকে ভালোবাসে। সুরভীর পড়াশোনা শেষ না হলে তার পরিবার বিয়ে দেবে না, তাই পরাগ-সুরভী তাদের পরিবারের কাউকে তাদের ভালোবাসার কথা বলেনি। পড়াশোনা শেষে সুরভী আর পরাগ সিদ্ধান্ত নেয় তাদের ভালোবাসার কথা জানাবে। পরিবারকে জানালে সুরভীর দাদা পরাগের খোঁজখবর নিতে তার বাড়িতে যায়। তারপর দুই পরিবার সুরভী আর পরাগের বিয়ের দিন-তারিখ ঠিক করে। বিয়ের আগে সুরভী আর পরাগকে নিয়ে সুরভীর মা সুরভীর নানিকে দেখতে যায়। ফেরার পথে ট্রেনে জানালার পাশে বসে থাকার সময় বখাটে ছেলেদের ছুড়ে দেওয়া পাথরে সুরভীর একটি চোখ নষ্ট হয়ে যায়। সুরভীর চোখ নষ্ট হওয়ার খবর শুনে পরাগের বাবা এ বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে নাটকের গল্পটি এগোতে থাকে।