November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 3rd, 2022, 9:28 pm

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: মোহাম্মদপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেপ্তার ব্যক্তি হলেন-নওগাঁর মো. নজরুল ইসলাম (৬৯)।
র‌্যাব সদরদপ্তরের মিডিয়া উইংয়ের এএসপি ইমরান খান জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে নজরুলকে গ্রেপ্তার করা হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নজরুলের সঙ্গে রেজাউল করিম ও শহীদ মণ্ডলকে মৃত্যুদণ্ড দেয়।
তিন আসামিকে ১৯৭১ সালে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন ও অপহরণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তাদের মধ্যে নজরুলের অনুপস্থিতিতে বিচার করা হয় বলে জানান এই কর্মকর্তা।
নজরুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

—ইউএনবি